ব্রেকিং:
বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজ-চলছে অর্থ সংগ্রহ শান্তি -সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে নাচোলে সুজনের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে কলাগাছের ভ্যালার বস্তায় মিলল ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

বুধবার   ২২ জানুয়ারি ২০২৫   মাঘ ৮ ১৪৩১   ২২ রজব ১৪৪৬

সর্বশেষ:
বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজ-চলছে অর্থ সংগ্রহ শান্তি -সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে নাচোলে সুজনের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে কলাগাছের ভ্যালার বস্তায় মিলল ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
১৬০৩৬১

গুমের শিকারদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি কমিশনের

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪  

বিগত ১৪ বছরে (২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত) দেশে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। গতকাল বৃহস্পতিবার কমিশনের সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মো. বুলবুল হোসেন স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জোরপূর্বক গুমের ঘটনায় ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) লিখিত অভিযোগ জমা দিতে পারবেন। তবে অভিযোগ জমা দিতে হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে কমিশন। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত ২৭ আগস্ট পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করে সরকার। ওইদিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

এদিকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা ‘গুম পরিবারের সদস্য’র ব্যানারে গত ২৮ আগস্ট সুপ্রিম কোর্টে মানববন্ধন করে এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সুপ্রিম কোর্ট এলাকায় মানবন্ধন করেন। এদিন গুম হওয়া ৬৪ ব্যক্তির ভুক্তভোগী স্বজনরা প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে গুমের ঘটনার শিকার ব্যক্তিদের স্বজন ও তাদের পরিবারের সদস্যরা তাদের আর্থিক ও মানসিক দুর্দশা বিবরণের পাশাপাশি গুমের ঘটনায় দোষীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ও ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণসহ বেশকিছু দাবি জানান।

 

গতকাল সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রধান বিচারপতি এই স্মারকলিপিটি জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কমিশনের সভাপতির কাছে পাঠিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর