ব্রেকিং:
বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজ-চলছে অর্থ সংগ্রহ শান্তি -সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে নাচোলে সুজনের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে কলাগাছের ভ্যালার বস্তায় মিলল ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

সর্বশেষ:
বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজ-চলছে অর্থ সংগ্রহ শান্তি -সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে নাচোলে সুজনের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে কলাগাছের ভ্যালার বস্তায় মিলল ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
৪১৫

নাচোলে পরিষ্কার ও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪  

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পৌর এলাকায় টানা ৫ম দিনের মতো পরিষ্কার - পরিচ্ছন্ন কর্মসূচি ও বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।

কারো হাতে লাঠি, মুখে বাঁশি ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলে দলে বিভক্ত হয়ে কাজ করছেন। এ সময় ট্রাফিকের দায়িত্ব পালন এবং রাস্তা পরিষ্কার- পরিচ্ছন্ন করতে দেখা যায় তাদের।

ব্যবসায়ী, দোকানদার ও অটোচালকরা জানান, নাচোলের সাধারণ শিক্ষার্থীরা দেশের প্রয়োজনে সারা দেশের মতো হাতে ঝাড়ু আর কাঁধে নিয়েছে ময়লার বস্তা। তারা খুব ভালো কাজ করছে।

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার- পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেয়া বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা জানান, নাচোল সরকারি কলেজ, নাচোল মহিলা কলেজ, এশিয়ান স্কুল এন্ড কলেজ ও খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৮ থেকে ১০ জন মিলে বিভিন্ন দলে ভাগ হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিষ্কার- পরিচ্ছন্ন করতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে আমরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করছি, ট্রাফিকের ভূমিকায় রাস্তায় যানবাহনের চলাচল স্বাভাবিক করে যাচ্ছি।আমাদের দেশ একটা সুন্দর নিয়মে চলুক এবং একটা সুন্দর বাংলাদেশ গড়তে নিজে নিজ অবস্থান থেকে সবাই চলুন কাজ করি।

রাস্তায় যে ট্রাফিক পুলিশ নেই, পৌর সভার পরিছনতা কর্মী নেই তা বোঝা যাচ্ছে না। শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করছেন। যতদিন পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে কাজ করে যাবেন।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর