ব্রেকিং:
বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজ-চলছে অর্থ সংগ্রহ শান্তি -সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে নাচোলে সুজনের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে কলাগাছের ভ্যালার বস্তায় মিলল ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ২ ১৪৩১   ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজ-চলছে অর্থ সংগ্রহ শান্তি -সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে নাচোলে সুজনের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে কলাগাছের ভ্যালার বস্তায় মিলল ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
৯৯

পুনরুদ্ধারের পথে গতিহারা অর্থনীতি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪  

শেখ হাসিনার শাসনামলে গত দেড় দশক সুশাসনের অভাবে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে বিভিন্ন দুষ্টচক্রের উত্থান ঘটে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রীতিমতো চলে লুটপাট। বিপুল পরিমাণ অর্থপাচার হয়ে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে; গতিহারা অর্থনীতির পুনরুদ্ধারে চলছে চেষ্টা। সেই সঙ্গে রিজার্ভের পতন ঠেকানো ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার দিকেও দৃষ্টি দিয়েছে সরকার।

ইতোমধ্যেই বিতর্কিত এস আলম গ্রুপের ৯টিসহ প্রায় এক ডজন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে ঢেলে সাজানো হয়েছে। খেলাপি ও বেনামি ঋণ আদায় এবং পাচারকৃত টাকা ফেরত আনতে চলছে তৎপরতা। পাচারকৃত অর্থ ফেরতে টাস্কফোর্স গঠন ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের আমলে ব্যাংকিং ও আর্থিক খাতে যেসব রাঘববোয়াল লুটপাট চালিয়েছে, ইতোমধ্যে তাদের তলব করা হয়েছে, ব্যাংক হিসাব করা হয়েছে জব্দ। তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে লুটপাটকারীরা একবারে যাতে বেশি অর্থ তুলতে না পারে, সে জন্য ব্যাংকে নগদ টাকা উত্তোলনে আর্থিক সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-গোষ্ঠী তথা রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে।

বর্তমানে অর্থনীতির অন্যতম বড় সংকট মূল্যস্ফীতি মোকাবিলায় নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে। এর ফলে ব্যাংকের সব ধরনের সুদের হার আরও বাড়বে।

আগের মাসের চেয়ে গত জুলাই মাসে জাতীয় পর্যায়ে বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ হারে, জুন মাসে যা ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ ছাড়িয়েছে।

যদিও বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর আশা করছেন, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে।

অর্থনীতির আরেক সংকট রিজার্ভের পতন ঠেকাতেও চেষ্টা চলছে। তবে রিজার্ভ সংকট রাতারাতি যাবে না জানিয়ে আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের হিসাব করতে হবে বাজারে কতটুকু সরবরাহ দিতে পারি। তবে যেটুকু মিনিমাম তা রাখতে হবে, অযৌক্তিক লেভেলে কমিয়ে দেওয়া যাবে না। তাহলে বাজারে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। সেটাকে মাথায় রেখে আমদানিতে কোথায় কতটুকু ডলার দেওয়া যায়, তা দেখতে হবে।

এদিকে দেশে ব্যবসা-বাণিজ্য আর বিনিয়োগও কঠিন সময় পার করছে। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সংগঠনগুলোর পুরানো পর্ষদ ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন পর্ষদ গঠনের দাবি উঠছে। অন্যদিকে শিল্পকারখানাগুলোতে নানা দাবিতে চলছে শ্রমিকদের আন্দোলন। এমন অস্থিরতার মাঝে রীতিমতো গতিহীন হয়ে পড়েছে অনেক কারখানা। রপ্তানিতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যবসার চাকা সচল রাখতে এবং শিল্পকারখানার নিরাপত্তা জোরদারে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর